শর্ত মানলে শান্তি আলোচনায় রাজি উত্তর কোরিয়া: কিমের বোন

উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং বলেছেন, দক্ষিণ কোরিয়া যদি কোনও উসকানিমূলক পদক্ষেপ না নেয় তাহলে তারা আবার শান্তি আলোচনা শুরু করতে রাজি। এমন সময় তিনি একথা বললেন যখন উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসানের জন্য ডাক দিয়েছে দক্ষিণ কোরিয়া।

সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটানোর আহ্বান জানান। তার এই ভাষণের  পর হঠাৎ জারি করা এক বিবৃতিতে কিম ইয়ো-জং একে ‘প্রশংসনীয় পরিকল্পনা’ বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে কিমের বোন বলেন, উত্তর কোরিয়ার ব্যাপারে সিউলে সরকার যদি কঠোর শত্রুতামূলক অবস্থান পরিত্যাগ করে- তাহলে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কোন্নয়ন নিয়ে পিয়ংইয়ং সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।

তার বিবৃতিতে অনেকগুলো শর্ত রয়েছে বলে বিবিসি’র খবরে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কোরিয়ার যুদ্ধটি শেষ হয়েছিল ১৯৫৩ সালে। কিন্তু তা ঘটেছিল একটা যুদ্ধবিরতির মাধ্যমে। দুই দেশের মধ্যে কোনও শান্তি চুক্তি হয়নি। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। সূত্র: বিবিসি