রাস্তার মোড়ে ক্রেনে মরদেহ ঝুলালো তালেবান

বারবার মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আশ্বাস দিলেও তালেবান একটি মরদেহ রাস্তার মোড়ে ক্রেনে ঝুলিয়ে রাখে। আফগানিস্তানের হেরাত শহরের প্রধান মোড়ে এই মরদেহ ঝুলিয়ে রাখা হয়। প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে শনিবার মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সুন্নি পশতুন যোদ্ধারা দেশটির তৃতীয় বৃহত্তম শহর হেরাতের প্রধান মোড়ে চারটি মরদেহ নিয়ে আসে। চারটির মধ্যে তিনটি মরদেহ অন্যান্য মোড়ে মানুষের দেখার জন ঝুলিয়ে রাখে।

ওয়াজির আহমদ সিদ্দিকী জানান, প্রধান মোড়ে মরদেহ আনার পর তালেবান ঘোষণা দেয় অপহরণের চেষ্টার সময় তাদের আটক করা হয় এবং পুলিশ হত্যা করেছে।

তালেবান এখনও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা দেয়নি। তবে তাদের আগের শাসনামলে শরিয়াহ আইন বাস্তবায়নে দায়িত্ব প্রাপ্ত মোল্লা নুরুদ্দিন তুরাবি এক সাক্ষাৎকারে বলেছেন, অঙ্গ কর্তন ও মৃত্যুদণ্ড ফিরিয়ে আনা হবে।

সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে অপর এক তালেবান কর্মকর্তা জানিয়েছেন, অপরাধীদের ইসলামি শাস্তি দেওয়া হবে। তিনি জানান, চোরের হাত কেটে ফেলা হবে, বেআইনি যৌন সম্পর্কে জড়িতদের পাথর নিক্ষেপ করা হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস