উ. কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে: দ. কোরিয়ার সেনাবাহিনী

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রে স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর কিছুক্ষণ পর জাতিসংঘে উত্তর কোরীয় দূত বলেছেন, পিয়ংইয়ংয়ের আত্মরক্ষা এবং অস্ত্র পরীক্ষার অধিকার কেউই অস্বীকার করতে পারবে না।

এর আগে এই মাসেই পিয়ংইয়ং ব্যালেস্টিক এবং ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা চালিয়েছে। কিন্তু তারও কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহ দেখিয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্পর্কে জানার কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে এতে মার্কিন নাগরিক বা এর মিত্রদের ওপর তাৎক্ষণিক কোনও হুমকি তৈরি করেনি।

তবে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড বলছে, ওই উৎক্ষেপণ উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাবের ফল। এদিকে মঙ্গলবার জাপানি সংবাদমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, প্রজেক্টাইল দেখে মনে হচ্ছে এটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র। যা জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন সিউলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে ওই পরীক্ষার উদ্দেশ্য এবং কিং জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জংয়ের সাম্প্রতিক বিবৃতি বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরীয় দূত কিম সোং জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবস্থার ‘উন্নয়ন, পরীক্ষা, উৎপাদন এবং মালিক’ হওয়ার অধিকার আছে।