বাবা প্রতিরোধ যোদ্ধা সন্দেহে শিশু হত্যা তালেবানের

আফগানিস্তানের তাকহার প্রদেশে এক শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তালেবান। শিশুটির পিতাকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে সন্দেহ করার পর তাকে হত্যা করা হয়।

তালেবানের এই নৃশংসতার খবর প্রকাশ করেছে পাঞ্জশির অবজারভার। স্বাধীন এই মিডিয়াটি পাঞ্জশির এবং আফগানিস্তান ইস্যুতে খবর প্রকাশ করছে।

পাঞ্জশির অবজারভার এর এক টুইট বার্তায় লেখা হয়, ‘তাকহার প্রদেশে এক শিশুকে খুন করেছে তালেবান যোদ্ধারা, তার পিতাকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে সন্দেহ করা হয়।’ বিরুদ্ধাচারণকারীদের সঙ্গে তালেবানের আচরণের প্রতিফলন ঘটেছে শিশু হত্যার ঘটনায়।

আফগানিস্তান দখলের পর তালেবান একটি মধ্যপন্থী ইমেজ উপস্থাপন করতে চাইছে। আন্তর্জাতিক আস্থা অর্জনের জন্য এই চেষ্টা হলেও বিশেষজ্ঞরা বলছেন কাবুল বিমানবন্দরের চিত্র প্রমাণ করেছে গোষ্ঠীটি একই রকম উগ্র এবং সহিংস মনোভাব বজায় রেখেছে।

তালেবানের আগের মেয়াদের সময়েও সহিংসতা তাদের অংশ ছিলো। কাবুলে রক্তপাত ছাড়াই ক্ষমতা হস্তান্তর একটি ভালো ইমেজ তৈরির পরিকল্পনা ছাড়া আর কিছুই ছিলো না।