২৫টি যুদ্ধবিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করলো চীন

চীনের জাতীয় দিবসে তাইওয়ানের দিকে ২৫টি যুদ্ধ বিমান পাঠালো বেইজিং। ১৮টি জে-১৬ যুদ্ধবিমান এবং দুটি এইচ-৬ বোমারু বিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করেছে চীন।

চীনের এমন সামরিক তৎপরতায় নিজ দেশের সীমান্তে বিমানের টহল বাড়িয়ে বিবৃতিতে দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেইজিং এর যুদ্ধবিমানগুলোকে সীমান্তের কাছ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে তাইপে। এদিকে বিমান পাঠানোর বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বেইজিং।

তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন। যদিও তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে বলে আসছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সহায়তায় নিজেদের সামরিক শক্তিও বৃদ্ধি করছে তাইওয়ান কর্তৃপক্ষ। কিন্তু চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটন সতর্ক করে আসছে দেশটি।

সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে এবং দ্বীপটিকে নিয়ন্ত্রণে পেতে শক্তি ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে চীন। প্রায় সময় চীনের যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করছে, এমন অভিযোগ  তাইপের।