অবশেষে কাবুলে ফিরলেন মোল্লা বারাদার

আফগানিস্তানের নতুন তালেবান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গণি বারাদার প্রায় এক মাস পর কাবুলে ফিরে দায়িত্ব বুঝে নিয়েছেন। তবে সিরাজুদ্দিন হাক্কানি পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নিরাপত্তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

আবদুল গণি বারাদারকে নিয়ে এক মাস ধরে নানা খবর বেরিয়েছে। কাবুলের গোয়েন্দা সূত্রের বরাতে খবর মেলে, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে এক বিরোধে আহত হয়েছেন বারাদার। মঙ্গলবার কান্দাহার থেকে কাবুলে ফেরেন তিনি।

হাক্কানি নেটওয়ার্কের হাতে মৃত্যুর খবর উড়িয়ে দিতে গত ১৩ সেপ্টেম্বর অডিও বার্তা প্রকাশ করতে বাধ্য হন আবদুল গণি বারাদার। কাবুলে ফিরে তিনি জানিয়েছেন, নিজের নিরাপত্তা সঙ্গে এনেছেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া সরকারি নিরাপত্তা প্রত্যাখ্যান করেন তিনি।

বর্তমানে কাবুলের প্রাসাদে অবস্থান করছেন আবদুল গণি বারাদার। তবে তার সমর্থক এবং প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব এখনও কান্দাহারে রয়েছেন। পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গণি বারাদার কাবুলে ফেরায় ইয়াকুবের নেতৃত্বাধীন অংশের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের উত্তেজনা বাড়বে।