মুহূর্তেই সব শেষ হয়ে গেলো!

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের শিয়া মসজিদে জুমার নামাজ পড়তে এসে আত্মঘাতী বোমা হামলায় লাশ হতে হলো অর্ধশত মুসল্লিকে। চারদিকে যেন মৃত্যুর মিছিল। একে ভয়াবহ পরিস্থিতি বলছে তালেবান সরকার।

বোমা হামলায় অনেকে আহত হয়েছেন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। স্থানীয় হাসপাতাগুলোতে আহতদের নিয়ে ছুটছেন উদ্ধারকারীরা। এমনিতেই চিকিৎসা সরঞ্জামাদির সংকটে ধুঁকছে আফগান হাসপাতালগুলো। এর মধ্যে শক্তিশালী বিস্ফোরণে এতগুলো মানুষের চিকিৎসা সেবা নিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের। 

হতাহতদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। প্রিয়জনের লাশ খুঁজতে হাসপাতালের দিকে ছুটতে দেখা গেছে অনেককে। 

হামলার বিষয়ে আফগানিস্তানের জাতিসংঘ মিশন এক টুইট বার্তায় একে আত্মঘাতী বোমা হামলা উল্লেখ করেছে। এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি কেউ। যদিও আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে বেশ কিছু হামলার ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গিগোষ্ঠী আইএস।

আত্মঘাতী বোমা হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ

মার্কিন বার্তা সংস্থা এপিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা গেছে, নিহত অথবা আহতের সংখ্যা শতাধিক। এদিকে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। 

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় জানান, গোজার-ই-সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটে। এতে অনেক মুসল্লি হতাহত হন। আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

হামলার পর ঘটনাস্থলসহ আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তালেবানের নিরাপত্তা বাহিনী। তালেবান সরকার ক্ষমতায় আসার পর এটিই সাধারণ মানুষের উপর সবচেয়ে বড় হামলার ঘটনা।