চলে গেলেন পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদের খান

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন পাকিস্তানের অন্যতম পরমাণু বিজ্ঞানী ড. আব্দুল কাদের খান। কিন্তু নিয়তির কাছে হেরে রবিবার সকালে ৮৫ বছর বয়সে ইসলামাবাদের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

পিটিবির খবরে বলা হয়েছে, ফুসফুসে জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি অবনতি হলে মারা যান এই পরমাণু বিজ্ঞানী।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের দেশ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। এতে বড় পারমাণবিক ক্ষমতাধর দেশের হাত থেকে আমাদের নিরাপত্তা দিয়েছে। পাকিস্তানের জনগণের কাছে তিনি ছিলেন জাতীয় আইকন’।

এদিকে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিসহ অনেকেই শোক জানিয়েছেন। পরমাণু বিজ্ঞানী কাদের খানের অবদানের কথাও স্মরণ করেন তারা।

তাকে ফয়সাল মসজিদে সমাহিত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯৩৬ সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন ড. আব্দুল কাদের খান। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে পরিবারসহ পাকিস্তানে পাড়ি জমান তিনি।