কাশ্মিরের মানুষের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পাকিস্তানের

কাশ্মিরের মানুষের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এমন অঙ্গীকার করেন। তিনি বলেন, কাশ্মিরের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইয়ে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘আমরা কাশ্মিরি ভাইদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জনের সংগ্রামে তাদের পাশে আছি। ভারতের দখলকৃত জম্মু ও কাশ্মিরে দখলদার বাহিনীর নৃশংসতা ও যুদ্ধাপরাধের অকাট্য প্রমাণের ওপর ভিত্তি করে একটি নথি বিশ্বের সামনে উপস্থাপন করা হয়েছে।’

তিনি বলেন, পাকিস্তান প্রতিটি ফোরামে অধিকৃত কাশ্মিরে ভারতীয় বাহিনীর নিপীড়ন ও বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলা অব্যাহত রাখবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সমস্যার বদলে কাশ্মির একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতেই এর সমাধান করতে হবে। সূত্র: ডন।