ঘুমের মধ্যে মানুষকে টিকা দিতে বললেন দুয়ার্তে

করোনাভাইরাসে টিকা নিতে যারা দ্বিধায় রয়েছেন তাদের কাছে পৌঁছানোর একটি উপায় বের করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। দেশটিতে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক না হলেও বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত দুয়ার্তে বলেছেন, গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ঘুমন্ত মানুষদের টিকা দেওয়া যায়।

মঙ্গলবার রেকর্ডকৃত একটি ভাষণে দুয়ার্তে বলেন, সমস্যা হলো যারা টিকা নিতে চাইছে না। গ্রামের তাদের খোঁজ বের করুন। এরপর তারা যখন ঘুমে থাকবে তখন তাদের টিকা দিন। যদি তারা টিকা নিতে চায় না, তাদের বাড়িতে রাতে যান, যখন তারা ঘুমিয়ে পড়বে তখন টিকা দিন।

তিনি আরও বলেন, আমিও এই কাজ করব। নেতৃত্বে আমি থাকব।

ফিলিপাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার গুরুত্ব দিয়ে বলে আসছে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। টিকা গ্রহণকারীদের সম্মতির ভিত্তিতেই তা দেওয়া হবে।

একই ভাষণে দুয়ার্তে বছরের শুরুতে টিকা স্বল্পতার দায় নিজের কাঁধে নিয়েছেন। বলেছেন, সরকার অসহায় ছিল। কারণ কোনও কোম্পানি ফিলিপাইনের কাছে টিকা বিক্রি করতে রাজি হয়নি।

১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা প্রয়োগ শুরু করে ফিলিপাইন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবার শেষে টিকা প্রয়োগ শুরু করে দেশটি।

১ অক্টোবর পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ফিলিপিনো পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন। আর প্রথম ডোজ নেওয়া মানুষের সংখ্যা ২ কোটি ৬৪ লাখ। সূত্র: সিএনএন ফিলিপাইন