বেশি কাছে আসবেন না, চীনকে তাইওয়ান

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, চীনের সেনারা যদি দ্বীপ রাষ্ট্রটির বেশি কাছাকাছি চলে আসে তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। নিজেদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনা মহড়ার প্রতিক্রিয়ায় বুধবার এ কথা জানিয়েছে তাইওয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাইওয়ানও দাবি করে চীনের মূল ভূখণ্ড তাদের। চীন ও তাইওয়ানের উত্তেজনা চার দশকের মধ্যে খারাপ পর্যায়ে রয়েছে।

পার্লামেন্টে চীনের সঙ্গে উত্তেজনার বিষয়ে অবহিত করতে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেইজিংয়ের সেনারা দ্বীপের যত কাছাকাছি আসবে ততই কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রণালয়টি। তাইওয়ান প্রণালিতে চীনের সামর্থ্য বৃদ্ধি নিজেদের প্রতিরক্ষা অভিযানের জন্য গুরুতর চ্যালেঞ্জ ও হুমকি বলে পার্লামেন্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে রবিবার তাইওয়ান কখনও চীনের কাছে মাথা নত করবে না উল্লেখ করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট সাই।

তিনি বলেন, ‘তাইওয়ান প্রণালিতে উত্তেজনা নিরসনে আমরা আশাবাদী। চলমান সংকটে তাইপে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নেবে না। তবে চাপের কাছে মাথা নত করবে না তাইওয়ান’।