জাপান সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

জাপান সাগরে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ১৭ মিনিটের দিকে সিনপো শহর বা সংলগ্ন কোনও স্থান থেকে এটি নিক্ষেপ করা হয়। জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূল সংলগ্ন সাগরে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার একের পর এক এ ধরনের কর্মকাণ্ড ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

দক্ষিণ কোরিয়ার জেসিএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সামরিক বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সামগ্রিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা হচ্ছে।

মঙ্গলবার যে সিনপো শহর থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে সেটি উত্তর কোরিয়ার প্রতিরক্ষা শিল্পের একটি প্রধান কেন্দ্র। এই শহরটিতেই সাবমেরিন এবং সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) ছোড়ার সরঞ্জামাদি  মজুত রাখে পিয়ংইয়ং।

সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের সাম্প্রতিক বৈঠকের খবর সামনে আসার পরই মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো। আর এজন্য পিয়ংইয়ং এমন একটি সময় বেছে নিয়েছে যখন একটি আন্তর্জাতিক মহাকাশ ও প্রতিরক্ষা প্রদর্শনীর (এডিএএক্স) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে শতাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সামরিক বাহিনীর প্রতিনিধিরা এখন সিউলে অবস্থান করছেন।