নারীদের মিছিলে সাংবাদিকদের পেটালো তালেবান

কাবুলে নারীদের অধিকারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির খবর সংগ্রহ করার সময় বেশ কয়েকটি সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তালেবান। বৃহস্পতিবার শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের পাশে প্রায় ২০ জন নারীর একটি দল এই মিছিলে অংশ নেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বিভিন্ন রঙের হিজাব পরে মিছিলে অংশ নেওয়া নারীরা স্লোগান দেন, ‘শিক্ষাকে নিয়ে রাজনীতি করবেন না’। কয়েকজন নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমাদের কাজ ও শিক্ষার অধিকার নেই’, ‘বেকারত্ব, দারিদ্র্য ও ক্ষুধা’।

এএফপি সাংবাদিক জানান, তালেবান কর্তৃপক্ষ নারীদের প্রায় দেড় ঘণ্টা বিনা বাধায় মিছিল করতে দেয়। তবে এক বিদেশি সাংবাদিককে রাইফেলের বাট দিয়ে আঘাত করেছে এক তালেবান যোদ্ধা। ওই আলোকচিত্রী সাংবাদিককে লাথি মারেন ওই যোদ্ধা। একইসঙ্গে পেছন থেকে আরেক যোদ্ধা তাকে ঘুসি মারেন। আরও অন্তত দুই সাংবাদিক পিটিয়েছে তালেবান যোদ্ধারা।

কাবুলে নারীদের মিছিল

আয়োজকদের একজন জাহরা মোহাম্মদী জানান, ঝুঁকিতে থাকার পরও তারা এই মিছিল আয়োজন করেছেন। তিনি বলেন, পরিস্থিতি এমন যে, তালেবান কোনও কিছুকেই শ্রদ্ধা করে না: সাংবাদিক না, বিদেশি ও স্থানীয় নারীদের না। মেয়েদের স্কুল অবশ্যই চালু হওয়া উচিত। কিন্তু তালেবান এই অধিকার আমাদের কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, সব মেয়ে ও নারীদের জন্য আমার বার্তা হলো, তালেবানকে ভয় পাবেন না, এমনকি যদি আপনার পরিবার বাড়ি থেকে বের হতে না দিলেও। ভয় পাবেন না, আত্মত্যাগ করুন, নিজের অধিকারের জন্য লড়াই করুন। আমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকে।

নারীদের মিছিলের পাশাপাশি শিশুদেরও হাঁটতে দেখা গেছে। তবে এটি স্পষ্ট নয় যে, তারা মিছিলের অংশ ছিল কিনা।