চীনের সঙ্গে সম্পর্ক জোরালো করলো আসিয়ান

দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) চীনের সঙ্গে সম্পর্ক জোরালো করেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে কৌশলগত চুক্তির একদিন পর বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে বরা হয়েছে, একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে সম্পর্ক হালনাগাদ করতে তারা একমত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দক্ষিণপূর্ব এশিয়া যুক্তরাষ্ট্র ও চীনের কৌশলগত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। চীনের আগে আসিয়ানের সঙ্গে অস্ট্রেলিয়ার কৌশলগত চুক্তি স্বাক্ষরকে প্রতীকী জয় হিসেবে দেখা হচ্ছে।

আসিয়ান চেয়ার ব্রুনেই সুলতান হাসানাল বলকিয়াহ এক সংবাদ সম্মেলনে চীনের সঙ্গে চুক্তির প্রশংসা করেছেন। সংবাদ সম্মেলনে মিয়ানমারের ভবিষ্যৎ উপস্থিতি নিয়েও প্রশ্ন করা হয়েছিল। মিয়ানমারের জান্তা প্রধানকে সম্মেলনে আমন্ত্রণ জানায়নি জোটটি।

ব্রুনেই সুলতান বলেন, মিয়ানমার আসিয়ান পরিবারের অঙ্গীভূত অংশ এবং তাদের সদস্যপদ নিয়ে কোনও প্রশ্ন নেই। মিয়ানমারের পাশে সব সময় আসিয়ান আছে এবং পাঁচ দফার ভিত্তিতে সহযোগিতা করে যাবে।

তিনি বলেন, এই সম্মেলনের জন্য আমরা মিয়ানমারকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু হস্তক্ষেপ না করাসহ আসিয়ান চার্টারের নীতি ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে।