৬০ দেশের পর্যটকদের জন্য দুয়ার খুললো থাইল্যান্ড

করোনা মহামারিতে জোরেশোরেই ধাক্কা লাগে থাইল্যান্ডের পর্যটন খাতে। কোভিডের সংক্রমণ কমে আসায় ১৮ মাস পর বিদেশি পর্যটকদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো থাইল্যান্ড। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ৬০ দেশের পর্যটক থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১ নভেম্বর থেকে ‘কম ঝুঁকিপূর্ণ’ ৬০ দেশের টিকা নেওয়া ব্যক্তিরা হোটেল কোয়ারেন্টিন ছাড়া দক্ষিণপূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটিতে ভ্রমণ করতে পারবেন।

এর ফলে আগামী বছর সেখানে দেড় কোটি পর্যটক ভ্রমণে যেতে পারেন বলে আশা করা হচ্ছে। সংক্রমণ কমে আসায় বিশ্বের অনেক দেশ বিধিনিষেধ তুলে নিচ্ছে।

তবে থাইল্যান্ডে এখনও সংক্রমিত হচ্ছেন অনেকেই। ২৪ ঘণ্টায় ৮ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। দেশটিতে করোনায় এ পর্যন্ত  মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। থাই সরকারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৪২ শতাংশ নাগরিককে দুই ডোজ করোনা প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।