৪ দিনের ভারত সফরে নেপালের সেনাপ্রধান

নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মা চার দিনের ভারত সফরে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন। প্রতিবেশী দেশ দুটির মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

নেপালের সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সেনাপ্রধান জেনারেল শর্মা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের কাছ থেকে সম্মানসূচক ভারতীয় সেনাবাহিনীর জেনারেল পদ গ্রহণ করবেন। বুধবার এই আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়েছে ভারতীয় চিফ অব আর্মি স্টাফ জেনারেল নারাভানের আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

নেপালের সেনাবাহিনীতে কর্মরতদের স্ত্রীদের সংগঠনের চেয়ারপারসন ও সেনাপ্রধানের স্ত্রী সুনিতা শর্মাও ভারতে সফরসঙ্গী হিসেবে এসেছেন।

সফরে জেনারেল শর্মা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, ভারতীয় সেনাপ্রধান ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন।

খবরে বলা হয়েছে, ১২ নভেম্বর তিনি নেপাল ফিরে যাবেন।