পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিলো চীন

চীনের কাছ থেকে একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ পেয়েছে পাকিস্তান। চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ করপোরেশন লিমিটেড (সিএসএসসি)-এর নকশায় নির্মিত এই যুদ্ধজাহাজটি চীন কর্তৃক রফতানি করা সবচেয়ে অত্যাধুনিক ও বৃহত্তম। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সাংহাইতে এক হস্তান্তর অনুষ্ঠানে ফ্রিগেট ধরনের এই যুদ্ধজাহাজ পাকিস্তান নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

টাইপ ০৫৪এ/পি ফ্রিগেটটির নামকরণ করা হয়েছে পিএনএস তুঘরিল। পাকিস্তানের জন্য এমন ফ্রিগেট প্রথম সংযোজন। এটি ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ ও পানির নিচে গোলা ছুড়তে পারে। এছাড়া এটির নজরদারি চালানোর সক্ষমতা রয়েছে।  

চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মইন উল হক জানান, এতে দুই দেশের বন্ধুত্বের নতুন যুগ শুরু হয়েছে।