মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-রাষ্ট্রদ্রোহের অভিযোগ মিয়ানমার জান্তার

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারের বিরুদ্ধে এবার ‘সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ এনেছে জান্তা সরকার। অভিযোগ প্রমাণিত হলে তাকে আজীবন কারাভোগ করতে হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী। বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর দমন-পীড়ন চালানো শুরু করে সামরিক সরকার। ফলে মে মাসে মিয়ানমার ছাড়ার সময় মার্কিন সাংবাদিক ড্যানি ফেন্সটারকে আটক করে জান্তা। বার্তা সংস্থা এএফপিকে তার আইনজীবী জ অং বলেন, ‘তার বিরুদ্ধে কেন নতুন করে অভিযোগ আনা হচ্ছে তা বুঝতে পারছি না। নতুন অভিযোগের কারণে ড্যানি খুবই হতাশ হয়েছেন’।

তিনি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ নামের মিয়ানমারভিত্তিক একটি সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। মিয়ানমারের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি বিক্ষোভ উসকে দিয়ে বর্তামান সরকারের পতন ঘটাতে চেয়েছিলেন। তবে তাকে মুক্তি দিতে জান্তার সরকারকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

গত ১ ফেব্রুয়ারিতে সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করে অবৈধভাবে ক্ষমতায় বসে মিয়ানমার সেনাবাহিনী। এর প্রতিবাদ দেখালে সাধারণ মানুষ এবং দেশটিতে থাকা বিদেশি সাংবাদিকদের হয়রানি করে আসছে নিরাপত্তা বাহিনী। জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হামলায় এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অবৈধ সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে প্রতিরোধ গড়ে তুলেছে বিভিন্ন গোষ্ঠী।