সীমান্তে সংঘাত ছড়ানোর কথা জানালো আর্মেনিয়া, আজারবাইজান

আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে আবারও সংঘাত ছড়িয়ে পড়েছে। এই সংঘাত শুরুর জন্য মঙ্গলবার উভয় দেশই পরস্পরকে দায়ী করেছে। বিরোধপূর্ণ এলাকা নিয়ে দুই দেশের মধ্যে সংঘাতের এক বছরের মাথায় ফের সংঘাত শুরু হলো।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজেরি বাহিনীর আক্রমণের পরে শুরু হওয়া লড়াইয়ে আর্মেনীয় সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। হতাহতের পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে ইয়েরেভেন দুইটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে।

গত বছর বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সংঘাতে জড়ায় আর্মেনিয়া ও আজারবাইজান। ছয় সপ্তাহের এই লড়াইয়ে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে রাশিয়ার মধ্যস্ততায় এক যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্য দিয়ে ওই সংঘাতের অবসান হয়। যুদ্ধবিরতির ওই চুক্তির আওতায় গত কয়েক দশক ধরে নিয়ন্ত্রণ করে আসা উপত্যকা ছেড়ে দেয় আর্মেনিয়া।

মঙ্গলবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার সশস্ত্র বাহিনী সীমান্তে বড় আকারের উস্কানি দেয়। সংঘাতে দুই আজেরি সেনা আহত হয়েছে বলে জানায় তারা।