ফিলিপাইনের জাহাজে হামলা চীনের

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জাহাজে চীনের হামলা চালানোর খবর পাওয়া গেছে। বেইজিং বলছে, তার পানিসীমার ভেতর দিয়ে অনুমতি ছাড়াই দুইটি জাহাজ ফিলিপাইনের সামরিক বাহিনীর কাছে রসদ পৌঁছে দেওয়ার সময় তারা বাধা দিয়েছে। সেকেন্ড টমাস শোল নামে একটি দ্বীপের চারপাশে পানিসীমা নিয়ে দু‌ই দেশের মধ্যে বিরোধে এটাই সর্বশেষ সংঘাত। এই দ্বীপ এবং আশেপাশের স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে তেল-গ্যাসসহ প্রচুর খনিজ সম্পদ রয়েছে।

এদিনের ঘটনায় সেকেন্ড টমাস শোল দ্বীপে মোতায়েন ফিলিপিনো সামরিক ঘাঁটির জন্য জাহাজ দুটি রসদ বহন করছিল। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে, চীনা কোস্ট গার্ড ওই দুটি জাহাজের ওপর জলকামান ব্যবহার করেছে। বেইজিং বলছে, তার ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্যই তারা এ কাজ করেছে।

বিবিসি জানিয়েছে, দুর্গম সেকেন্ড টমাস শোল দ্বীপে ১৯৯১ সাল থেকে ফিলিপাইনের মেরিন সেনা মোতায়েন রয়েছে। সর্বশেষ দেশটির দুটি জাহাজ যখন সামরিক বাহিনীর জন্য রসদপত্র বহন করে নিয়ে যাচ্ছিল, তখন চীনা কোস্ট গার্ডের তিনটি জাহাজ তাদের গতিপথ বন্ধ করে মুখোমুখি অবস্থান নেয়।

এক পর্যায়ে চীনা জাহাজ থেকে জলকামান ব্যবহার করা হয়। এর ফলে ফিলিপিনো জাহাজ দুটি ফিরে যেতে বাধ্য হয়। এই ঘটনার জন্য ফিলিপিনো পররাষ্ট্রমন্ত্রী টেওডোরো লকসিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পাঁচ বছর আগে জাতিসংঘের একটি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে, ওই দ্বীপটি ফিলিপাইনের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের অংশ। কিন্তু চীন রায়টি মেনে নেয়নি। সূত্র: বিবিসি।