কাবুলে ফের দূতাবাস চালু করেছে আমিরাত: তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে পুনরায় দূতাবাস চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।

১৫ আগস্ট তালেবান গোষ্ঠী রাজধানী কাবুল দখলে নেওয়ার পর আতঙ্কে বিশ্বের অনেক দেশের মতো আরব আমিরাতও নিজেদের দূতাবাস বন্ধ করে দেয়। তখন থেকেই সম্পর্ক উন্নয়নে চেষ্টা চালিয়ে আসছে তালেবান সরকার।

এমন বাস্তবতায় কাবুলে দূতাবাস চালু করলো আমিরাত। বিষয়টি নিশ্চিত করে টুইট বার্তায় জবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দূতাবাস চালু করেছে। এটি ইতিবাচক পদক্ষেপ। ইউএই ও আফগানিস্তানের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, যা আরও মজবুত করা দরকার’।

গত ১৫ আগস্টের পর যখন আফগানিস্তান ছেড়ে যাচ্ছিলেন বহু মানুষ, তখন তাদের উদ্ধার অভিযানে সাহায্য করে আরব আমিরাত। এছাড়া দেশটির সংকটে সম্প্রতি জরুরি ওষুধ ও খাদ্য সহায়তাও পাঠিয়েছে দেশটি।

এদিকে গত সেপ্টেম্বরের শুরুর দিকে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালেবান গোষ্ঠী। যদিও এই সরকারকে এখনও কোনও দেশ স্বীকৃতি দেয়নি।