ফের আফগান কর্মকর্তাদের সঙ্গে বসছে যুক্তরাষ্ট্র

ফের আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। শনিবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে আফগান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার দোহা পৌঁছেছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক দূত টমাস ওয়েস্ট আফগান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের জন্য তার কাতার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বলখি জানিয়েছেন, আফগান প্রতিনিধি দলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ ও নিরাপত্তা মন্ত্রণালয় এবং দা আফগানিস্তান ব্যাংকের প্রতিনিধিরা রয়েছেন।

আফগান সরকারের উপ মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াসিক বলেছেন, প্রতিনিধি দল দুই দিনের বৈঠকে বেশ কয়েকটি বিষয়ে মতবিনিময় করবে।

তিনি বলেন, ‘আফগানদের সঙ্গে সম্পর্কের শুরুটা অর্থবহ হওয়া উচিত। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটির বাস্তবায়ন হওয়া উচিত।’

তালেবান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বৈঠককে স্বাগত জানিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক সম্প্রদায়কে বর্তমান আফগান সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, ‘আমাদের বার্তা স্পষ্ট, অতীতের ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। কাবুলকে পরিত্যাগ করা উচিত নয়। আফগানিস্তানে মানবিক সঙ্কট এবং অর্থনৈতিক পতন বাকি বিশ্বের জন্য বিশাল পরিণতি বয়ে আনবে। অতএব, সংকট এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সেখানে ইতিবাচকভাবে যুক্ত থাকতে হবে।’ সূত্র: টোলো নিউজ, ভিওএ।