শ্রীলঙ্কায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত

শ্রীলঙ্কায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। শ্রীলঙ্কার ওই নাগরিকের সম্প্রতি বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর শ্রীলঙ্কা আফ্রিকার ছয়টি দেশ থেকে যাত্রীদের আগমন বাতিল করে। দেশগুলো হলো, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসেথো ও এসওয়াতিনি।

তবে শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্মকর্তা ও বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছিলেন, হয়ত এরই মধ্যে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে এবং সীমান্ত বন্ধের ফলে এটিকে ঠেকানো যাবে না। দেশটির টিকা নেওয়ার যোগ্য ৬০ শতাংশের বেশি মানুষ পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন।

দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১০ হাজারের মতো। গত সপ্তাহে দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা গড়ে ৭৫০ জন। সূত্র: দ্য হিন্দু