কাশ্মিরে পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুই পাইলট নিহত হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম দীর্ঘ পার্বত্য হিমবাহ শিয়াচেন এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারাকোরাম রেঞ্জ পরিদর্শনের সময় এই ঘটনা ঘটে।

উদ্ধার তৎপরতা চালাতে শিয়াচেন হিমবাহে উদ্ধারকারী হেলিকপ্টার এবং সেনা সদস্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। নিহত দুই পাইলট হলেন মেজর ইরফান বেরচা এবং মেজর রাজা জিসান জাহানজেব।

প্রতিকূল আবহাওয়ার জন্য শিয়াচেন দুর্ঘটনার জন্য সুপরিচিত। তীব্র ঠান্ডা কিংবা হিমবাহ ধসে সেখানে প্রায়ই সেনা সদস্যদের প্রাণহানি ঘটে।

১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর কাশ্মির ইস্যুতে তিনবার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।