মিয়ানমারের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের ওপর আরও চাপ বাড়ানোর উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই তথ্য জানিয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে বেসামরিক মানুষের ক্ষোভ প্রতিদিন বাড়তে থাকার মধ্যে এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘সামনের সপ্তাহ ও মাসগুলোতে এটা দেখা গুরুত্বপূর্ণ যে, (মিয়ানমারের)শাসকদের ওপর চাপ প্রয়োগে আমরা কোন পদক্ষেপ নিতে পারি, যাতে দেশটি গণতন্ত্রের গতিপথে ফিরতে পারে।’

গত ফেব্রুয়ারিতে বেসামরিক নেতা অং সান সু চির সরকার উৎখাত করে সামরিক জান্তা। এরপরই দেশটিতে সু চির সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। উসকানির অভিযোগে সু চিকে গত সপ্তাহে দুই বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকারের আদালত।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের আচরণকে ‘গণহত্যা’ আখ্যা দেওয়া যায় কিনা তা ‘সক্রিয়ভাবে খতিয়ে’ দেখছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটিত করায় মিয়ানমারের শীর্ষ জেনারেলদের তদন্তের আওতায় এনে বিচার করা উচিত।