ঘূর্ণিঝড় ‘রাই’-এর তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন, নিহত ৪

সুপার টাইফুন ‘রাই’ এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফিলিপাইনে। সেন্ট্রাল ফিলিপাইনের অনেক বাড়ি-ঘরের ছাদ এবং গাছ উপড়ে গেছে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের মধ্যে এটিই সবেচেয় বড় ঘূর্ণিঝড়। শুক্রবার নেগ্রোস অক্সিডেন্টাল প্রদেশে চারজনের মৃত্যু হয়েছে। প্রাদেশিক গর্ভনর জানান, টাইফুনের আঘাতে স্থানীয় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে।

ভারী বর্ষণে দক্ষিণাঞ্চলের কাবানকালান শহরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ইলগ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকায় বসবাসরত মানুষ হুমকির মুখে।

ভিসায়েস শহরের মেয়র জেরি ট্রেনাস বলেন, 'আমার জীবনে এমন ঝড়ো বাতাস দেখিনি। ঝড়ের কারণে উপকূলীয় এলাকার বিদ্যুৎহীন হয়ে পড়ে। পাশাপাশি মোবাইল ফোনের নেটওয়ার্কও ক্ষতিগ্রস্ত হয়'।

গত বৃহস্পতিবার ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে সেন্ট্রাল সিয়ারগাও দ্বীপে আঘাত হানে ঝড়টি। ফরাসি নিউজ এজেন্সি জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে বৃহস্পতিবার ৩ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন। এখনও ১৮ হাজারের বেশি মানুষ ঘরে ফিরতে পারেনি। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা। তবে আকস্মিক বন্যা দেখা দেওয়া উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

২০১৩ সালে দেশটিতে সুপার টাইফুন হাইয়ানের আঘাতে ৭ হাজার তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটে অথবা নিখোঁজ।

সূত্র: আল-জাজিরা