আশরাফ গণিকে হত্যার পরিকল্পনা ছিল তালেবানের: সাবেক আফগান উপদেষ্টা

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গণিকে হত্যার পরিকল্পনা ছিল তালেবানের। এমন দাবি করেছেন তার সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব। এ বিষয়ে তার কাছে সুর্নিদিষ্ট তথ্যও ছিল।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কাবুলের পতনের দিন তালেবানের শীর্ষ নেতা নেতা খলিল হাক্কানি তাকে বলেছিলেন, ‘আগে আত্মসমর্পন করুন তারপর আলোচনা হবে’। তিনি আরও বলেন, ফাঁসির হাত থেকে নিজেকে বাঁচাতে শেষ মুহূর্তে দেশ ত্যাগ করতে বাধ্য হন আশরাফ গণি।

গত আগস্টে তালেবান চারদিক থেকে কাবুলেকে ঘিরে ফেলার পর ১৫ তারিখ আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালানোর খবর প্রচার হওয়ার পরপরই তালেবান কাবুলে প্রবেশ করে এবং বিনা রক্তপাতে রাজধানীর নিয়ন্ত্রণ নেয়। ওইদিন রাতেই তালেবানের সশস্ত্র সদস্যদেরকে আশরাফ গণির প্রেসিডেন্ট প্রাসাদের কক্ষগুলো তল্লাশি করতে দেখা যায়।

এ বিষয়ে সাবেক নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব বলেন, তিনি সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে ১৫ আগস্ট আফগানিস্তান ত্যাগ করেন এবং তিনমাস তার সঙ্গেই ছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। মুহিব জানান, আশরাফ গনি এখনও সংযুক্ত আরব আমিরাতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।

দীর্ঘ ২০ বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান টেনে গত আগস্টে আফগানিস্তান ত্যাগ করে মার্কিনসহ অন্যান্য বিদেশি সেনারা। এরপরই আফগানিস্তানের দখল চলে আসে তালেবান গোষ্ঠীর হাতে। সরকার গঠন করলেও এখন পর্যন্ত তালেবানকে স্বীকৃতি দেয়নি কোনও দেশ।

সূত্র: টোলু নিউজ, পার্স টুডে