ফিলিপাইনে ‘রাই’-এর তাণ্ডবে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো

ফিলিপাইনের ঘূর্ণিঝড় রাই-এর তাণ্ডবের মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। রবিবার একটি দ্বীপ প্রদেশের গভর্নর জানিয়েছেন, দ্বীপে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে বছরের সবচেয়ে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

বহল প্রদেশের গভর্নর আর্থার ইয়াপ জানান, এখন পর্যন্ত আরও ১০ জন নিখোঁজ রয়েছেন এবং আহত হয়েছেন ১৩ জন। তিনি ইঙ্গিত দিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ৪৮ জন মেয়রের মধ্যে মাত্র ৩৩ জন তাকে ক্ষয়ক্ষতির কথা জানাতে পেরেছেন। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পুরো প্রদেশের পরিস্থিতি এখনও উঠে আসেনি।

খবরে বলা হয়েছে, কর্মকর্তারা চেষ্টা করছেন মৃতের সংখ্যা নিশ্চিত হতে।

ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে গভর্নর ইয়াপ তার প্রদেশের মেয়রদের নির্দেশ দিয়েছেন বিশাল সংখ্যক মানুষের খাবার ও পানি নিশ্চিত করতে তাদের জরুরি ক্ষমতা কাজে লাগানোর জন্য। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পানিকেন্দ্র বন্ধ থাকায় সরবরাহে জটিলতা তৈরি হয়েছে।

এর আগে অন্তত ৩৯ জনের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির দুযোর্গ মোকাবিলা ও জাতীয় পুলিশ। ঘূর্ণিঝড় প্রথম আঘাত হানা দিনাগাট দ্বীপের কয়েকটি শহরে আরও ১০ জনের মৃত্যুর কথা জানা গেছে।

শনিবার দুর্যোগ কবলিত অঞ্চলটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়াতে। তিনি ৪ কোটি ডলার মূল্যের নতুন ত্রাণের ঘোষণা দিয়েছেন।