কাতার-তুরস্কের সঙ্গে আলোচনায় আফগানিস্তান

কাবুল বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা নিয়ে কাতার ও তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডিপিএ-এর সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন জবিউল্লাহ মুজাহিদ। কাবুল বিমানবন্দর নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনার কথা স্বীকার করলেও বিষয়টি নিয়ে এখনও কোনও অগ্রগতি হয়নি বলে জানান তিনি।

তুরস্ক ও কাতারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তালেবানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আলোচনা অব্যাহত থাকবে। উভয় পক্ষ একটি চুক্তিতে উপনীত হলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হবে।

আফগানিস্তানের আকাশসীমা বর্তমানে বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বন্ধ রয়েছে। শুধু অভ্যন্তরীণ ফ্লাইট এবং উদ্ধার তৎপরতা বা মানবিক সহায়তা বিতরণ সংক্রান্ত ফ্লাইটের জন্য দেশটির আকাশসীমা ব্যবহার করা হয়। সূত্র: ডেইলি সাবাহ।