টিটিপির আস্তানায় অভিযান, পাকিস্তানের ৪ সেনা নিহত

পাকিস্তানভিত্তিক তালেবানের (টিটিপি) ঘাঁটিতে অভিযানের সময় বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন পাকিস্তানের চার সেনা। শুক্রবার সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় গোষ্ঠীটির দুটি পুরাতন ঘাঁটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বিদ্রোহীদের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ট্যাংক জেলায় প্রথম অভিযানটি চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে প্রাণ হারান।

সেনাবাহিনী অপর অভিযানটি হয় নর্থ ওয়াজিরিস্তান জেলায়। সেখানে তালেবান যোদ্ধাদের সঙ্গে তুমুল গোলাগুলি হয়। সংঘাতের মাত্রা তীব্র হলে আরও দুই জন নিহত হন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এক সন্ত্রাসীকে অস্ত্র এবং গোলাবারুদসহ আটক করা হয়েছে। দুটি অভিযান থেকেই গোলাবারুদ উদ্ধার হয়েছে।

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি বা পাকিস্তানি তালেবান) নামে পরিচিত। পাকিস্তান-আফগান সীমান্তে তাদের শক্ত ঘাঁটি রয়েছে। ২০০৭ সালে এই দলটির প্রতিষ্ঠা হয়। পরবর্তীতে ২০০৭ সালে পাকিস্তানের পেশোয়ারে স্কুলে হামলা চালালে কমপক্ষে ১৫০ শিশু প্রাণ হারায়। এই ঘটনার দায় স্বীকার করে সশস্ত্র গোষ্ঠীটি।