ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের গ্রেফতারের হুঁশিয়ারি দুয়ার্তের

করোনাভাইরাসের ভ্যাকসিন না নেওয়া ব্যক্তিদের গ্রেফতারের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। বৃহস্পতিবার তিনি বলেছেন, যারা টিকা নেয়নি তারা যদি বাড়িতে থাকার আদেশ অমান্য করে তাহলে তাদের গ্রেফতার করা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনে বর্তমানে সংক্রমণের সংখ্যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে দুয়ার্তে বলেন, তিনি বিভিন্ন কমিউনিটির নেতাদেরকে টিকা নেয়নি এমন ব্যক্তিদের খোঁজ নিতে বলেছেন। তারা নিজ নিজ বাড়িতেই রয়েছে; এ বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

তিনি বলেন, যদি কেউ এই নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে এবং লোকজনের কাছে যায় তবে তাকে নিবৃত্ত করা যেতে পারে। না মানলে ক্যাপ্টেনকে তাদের গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।