সরকার সমালোচক অধ্যাপককে গ্রেফতার করলো তালেবান

সরকারের সমালোচনার কারণে আফগানিস্তানের প্রখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফয়জুল্লাহ জালালকে গ্রেফতার করেছে তালেবান। কাবুল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে তালেবান সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

কাবুল বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ফয়জুল্লাহ আফগানিস্তানের নেতাদের সমালোচক বলে খ্যাতি অর্জন করেছেন। আগস্টে মার্কিন সমর্থিত আফগান সরকারের পতনের পর বেশ কয়েকটি টেলিভিশন টক শো-তে হাজির হয়েছেন ফয়জুল্লাহ। তিনি আর্থিক সংকটের জন্য তালেবানকে দায়ী করেছেন এবং শক্তিপ্রয়োগের শাসনের সমালোচনা করেছেন।  

ক্ষমতায় ফেরার পর থেকে তালেবান ভিন্নমতধারীদের দমন করছে। নারী অধিকার কর্মীদের গুম করা হচ্ছে এবং সংক্ষিপ্ত সময়ের জন্য বেশ কয়েকজন আফগান সাংবাদিককে আটক করা হয়।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জন্য ফয়জুল্লাহকে শনিবার কাবুল থেকে গ্রেফতার করা হয়েছে।

মুখপাত্র দাবি করেছেন, অধ্যাপক সরকার ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে উসকানি দিচ্ছিলেন এবং মানুষের সম্মান নিয়ে খেলছেন।

জবিউল্লাহ বলেন, অন্যরা যাতে এমন কাণ্ডজ্ঞানহীন মন্তব্য না করেন সেজন্য তাকে গ্রেফতার করা হয়েছে।   

ফয়জুল্লাহের স্ত্রী মাসুদা ছিলেন আফগানিস্তানে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি ফেসবুকে লিখেছেন, তালেবান বাহিনী তার স্বামীকে গ্রেফতার করেছে এবং অজ্ঞাতস্থানে আটক রেখেছে।