ল্যান্ডমাইন খুঁজে স্বর্ণপদক জয়ী সেই ইঁদুরের মৃত্যু

একের পর এক ল্যান্ডমাইন খুঁজে বের করে অসংখ্য মানুষের প্রাণ রক্ষা করা কম্বোডিয়ার স্বর্ণপদক জয়ী ইঁদুর মাগাওয়া মারা গেছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

পাঁচ বছরের ক্যারিয়ারে শতাধিক ল্যান্ডমাইন এবং অন্যান্য বিস্ফোরক খুঁজে বের করে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়ে রীতিমতো হিরোর তকমা পেয়েছিল মাগাওয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আট বছর।

কম্বোডিয়াজুড়ে আনুমানিক ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। সেসব মাইন শনাক্তের কাজেই এক সময় আফ্রিকার দেশ তাঞ্জানিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিয়ে আসা হয়েছিল মাগাওয়াকে।

১৯৯০ সাল নাগাদ বেলজিয়ামের দাতব্য সংস্থা অ্যাপোপো-তে অনেক ইঁদুরকে মাইন শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব ইঁদুরকে বলা হয় 'হিরো র‍্যাটস'। আর সেগুলোর মধ্যে মাগাওয়াকে সবচেয়ে সফল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তার ওজন ছিল এক কেজি ২০০ গ্রাম। লম্বায় ছিল ৭০ সেন্টিমিটার।

বেলজিয়ামের দাতব্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, সপ্তাহান্তে ‘শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে’ মাগাওয়া।

অ্যাপোপো জানিয়েছে, মাগাওয়া নামের ইঁদুরটির স্বাস্থ্য ভালো ছিল। জীবনের শেষ কয়েকটি সপ্তাহের অধিকাংশ সময় সে খেলাধূলা করে পার করেছে। তবে আকস্মিকভাবে তার নড়াচড়া কমে যায়। অনেক সময় নিয়ে ঘুমাতে থাকে। শেষ কয়েক দিন খাবারের প্রতিও তার ‍কোনও আগ্রহ দেখা যায়নি।

এক লাখ ৪১ হাজার বর্গমিটারের মধ্যে কোনও মাইন থাকলে সেটি খুঁজে বের করার দক্ষতাসম্পন্ন মাগাওয়ার ওজন ছিল ১ কেজি ২০০ গ্রাম।