ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। দুই সপ্তাহের মধ্যে শুক্রবার (১৪ জানুয়ারি) তৃতীয় বারের মতো পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ। মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করার কয়েক ঘণ্টার ব্যবধানেই দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) বলেন, উ. কোরিয়ার পূর্ব দিক থেকে উৎক্ষেপণ করা দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) শনাক্ত করা গেছে। ধারণা করা হচ্ছে, দেশটির পশ্চিম উপকূলে উত্তর পিয়ংগান প্রদেশের পূর্ব দিক থেকে উৎক্ষেপণ হয়।

দক্ষিণ কোরিয়ার এই সামরিক কর্মকর্তার ধারণা, উৎক্ষেপণ হওয়া দুটি ক্ষেপণাস্ত্র উচ্চতায় সর্বোচ্চ ৩৬ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করেছে।

এদিকে জাপানের কোস্টগার্ডও ক্ষেপণাস্ত্র ছোড়ার আভাস দিয়েছে। এ নিয়ে জাপানের মন্ত্রী পরিষদের মুখ্য সচিব হিরোকাজু মাতসুনো বলেন, উত্তর কোরিয়া বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ফলে জাপান এবং এইঅঞ্চলের শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। সূত্র: আল জাজিরা