চীনের সঙ্গে ইরানের ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু

চীনের সঙ্গে ইরানের ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান চুক্তিটি বাস্তবায়ন শুরুর এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, ‘কৌশলগত অংশীদারিত্বের পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়নের তারিখ হিসেবে আজকের দিনটিকে ঘোষণা করার ব্যাপারে আমরা একমত হয়েছি।’

দুই দেশের মধ্যে গত মার্চে ২৫ বছরের ওই কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশ। এতে করে বেইজিং ও মস্কোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।

২০২১ সালের মার্চে চুক্তিটি সম্পাদনের সময় ইরানের প্রেসিডেন্ট ছিলেন হাসান রুহানি। ওই বছরের আগস্টে দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেন ইব্রাহিম রাইসি। তবে সরকার পরিবর্তন হলেও চুক্তিটি বহাল রয়েছে। উভয় দেশকেই এটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ বলে প্রতীমান হচ্ছে।