থাইল্যান্ডে ওমিক্রনে প্রথম মৃত্যু

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্টে একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এই প্রথমবারের মতো ওমিক্রনে কারও মৃত্যুর খবর পাওয়া গেলো। রবিবার দেশটির স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

থাইল্যান্ডে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় ২০২১ সালের ডিসেম্বরে। এরপর থেকে এ পর্যন্ত দেশটিতে ১০ হাজারেরও বেশি মানুষ কোভিডের এই স্ট্রেইনটিতে আক্রান্ত হয়েছে।

রবিবার কর্মকর্তারা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশে ৮৬ বছরের একজন নারীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রুংরুং কিটফাটি রয়টার্স বার্তা সংস্থাকে বলেন, ওই বৃদ্ধা ছিলেন একজন শয্যাশায়ী নারী, আলঝেইমার-এর রোগী।

এদিকে চীনের রাজধানী বেইজিং-এ প্রথমবারের মতো স্থানীয়ভাবে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে ওই ব্যক্তির নমুনায় ওমিক্রন শনাক্তের কথা জানানো হয়। শীতকালীন বেইজিং অলিম্পিক-২০২২ ক্রীড়া আসরের আগেই বেইজিংয়ে কোভিডের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন এই ভ্যারিয়েন্টটি শনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তির সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই বলে জানা গেছে।