কাজাখস্তানে নতুন বিক্ষোভের ডাক, সতর্ক নিরাপত্তা বাহিনী

কাজাখস্তানে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে সরকার বিরোধীরা। আর এর জেরে দেশটির সবচেয়ে বড় শহর আলমাতির বেশ কয়েকটি সড়ক এবং মূল চত্বর ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানে এই মাসে সোভিয়েত পরবর্তী আমলের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে অন্তত ২২৫ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই আলমাতি শহরে নিহত হয়।

ব্যাংকার থেকে সরকার সমালোচক হয়ে ওঠা মুখতার আবলিয়াজোভ এর নেতৃত্বাধীন একটি গ্রুপ বুধবার কাজাখস্তানের বিভিন্ন শহরে স্থানীয় সরকারি ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছেন। বর্তমানে নির্বাসিত এই নেতার আহ্বানের পরই সতর্ক অবস্থান নিয়েছে নিরাপত্তা বাহিনী।

মুখতার আবলিয়াজোভ এর নেতৃত্বাধীন দল ‘ডেমোক্র্যাটিক চয়েস অব কাজাখস্তান’কে উগ্রবাদী বলে রায় দিয়েছে দেশটির একটি আদালত। আলমাতি পুলিশ বলছে, তারা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে।