লাহোরে বোমা বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানের লাহোরে একটি বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার লাহোরের আনারকলি এলাকায় এই বিস্ফোরণ ঘটে। কর্মকর্তাদের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ। তিনি জানান, বোমাটি একটি মোটরসাইকেলে রাখা ছিল। তবে এর বেশি বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে বিখ্যাত আনারকলি বাজারের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

টিভি ফুটেজে দেখা গেছে, জনবহুল বাজারে মোটরসাইকেল পুড়ছে। আহতরা সাহায্যের জন্য কাঁদছেন।

লাহোর পুলিশের ডিআইজি আবিদ খান ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, টেকনিক্যাল টিম প্রমাণ সংগ্রহ করছে। তাদের পর্যালোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।

ডেপুটি কমিশনার উমর শের চাট্টা জানান, আনারকলি বাজারের শেষ লেনে বিস্ফোরণ ঘটেছে। যা সার্কুলার রোডের কাছে। বিস্ফোরক দ্রব্য একটি মোটরসাইকেলে রাখা ছিল। যেটি ওই এলাকায় একটি ব্যাংকের সামনে রাখা ছিল।