সিঙ্গাপুরের পর্যটকদের জন্য দুই দ্বীপ খুলে দিয়েছে ইন্দোনেশিয়া

সিঙ্গাপুরের পর্যটকদের জন্য দেশটির কাছাকাছি অবস্থিত দুই দ্বীপ খুলে দিয়েছে ইন্দোনেশিয়া। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, করোনার বিস্তার নিয়ন্ত্রণের জন্য পর্যটন খাতের রাশ টেনে ধরা হয়েছিল। এখন এ খাতে পুনরায় মনোযোগ দিতে চায় কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুরের নাগরিকরা দেশটি থেকে যথাক্রমে প্রায় ১৫ কিলোমিটার এবং ৩০ কিলোমিটার দূরের বাটাম ও বিনতান দ্বীপপুঞ্জ পরিদর্শনের সুযোগ পাবে। তবে এজন্য তাদের করোনাভাইরাসের টিকা নেওয়া থাকতে হবে।

করোনা মহামারির আগে অবকাশ যাপনের জন্য দ্বীপ দুইটি সিঙ্গাপুরের বাসিন্দাদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল।

গত অক্টোবরে বিদেশি পর্যটকদের জন্য বিখ্যাত পর্যটন গন্তব্য বালি দ্বীপ খুলে দেয় ইন্দোনেশিয়া। এর ধারাবাহিকতায় এবার সিঙ্গাপুর সংলগ্ন দুই দ্বীপ খুলে দেওয়ার ঘোষণা এলো।