ইন্দোনেশিয়ায় দুই গ্যাংয়ের সংঘর্ষের পর পানশালায় অগ্নিসংযোগ, নিহত ১৯

ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া রাজ্যের একটি পানশালায় (কারাওকে বার) দুই প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের পর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবারের এই ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

অগ্নিকাণ্ডের শিকার কারাওকে বারটি ওয়েস্ট পাপুয়া রাজ্যের সোরাং শহরে অবস্থিত। স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানান, প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের সংঘাত চলাকালে এক ব্যক্তিকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করা হয়। এরপর বারটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ভেতরে আটকা পড়েন ১৮ জন।

জাতীয় পুলিশের মুখপাত্র দেদি প্রাসেতিয়ো জানান, সংঘাতে জড়ানো গ্যাংগুলো পার্শ্ববর্তী দ্বীপ মালুকো থেকে এসেছিল।

সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন ওয়েস্ট পাপুয়া পুলিশের মুখপাত্র অ্যাডাম এরউয়িনি। তিনি বলেন, শহরগুলোতে তরুণদের মধ্যে সংঘর্ষ একটি সাধারণ ঘটনা। তবে এ ধরনের মারামারিকে কেন্দ্র করে এতো প্রাণহানির ঘটনা এটাই প্রথম।

পুলিশ জানিয়েছে, বারটির প্রথম তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলেও পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।