ওমিক্রনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দৈনিক সংক্রমণ

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। কোভিড মহামারি শুরুর পর প্রথমবারের মতো দেশটিতে একদিনে ১৩ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। বুধবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

কোভিডের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের মধ্যেই দেশটিতে এই রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটলো।

বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ১৩ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের দিনই প্রথমবারের মতো দেশটিতে দৈনিক সংক্রমণ রেকর্ড সাড়ে আট হাজার ছাড়িয়ে গিয়েছিল।

এর আগে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। ওই সময় শনাক্তের সংখ্যা ছিল সাত হাজার ৮৪৮।

২০২২ সালের জানুয়ারিতে দৈনিক সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসে। শনাক্তের সংখ্যা নেমে আসে প্রায় চার হাজারে। তবে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের ফলে গত সপ্তাহে ফের সংক্রমণ বাড়তে শুরু করে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সম্ভবত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ৯০ শতাংশেরও বেশি নতুন সংক্রমণ ঘটাবে ওমিক্রন। সেক্ষেত্রে দৈনিক সংক্রমণ ২০ হাজার থেকে ৩০ হাজার কিংবা তারও বেশি হতে পারে।