পাবলিক বিশ্ববিদ্যালয় খুলতে যাচ্ছে আফগানিস্তানে

আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর বন্ধ করে দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান সরকার। দেশটির ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী শেখ আব্দুল বাকী হাক্কানি রবিবার এক ঘোষণায় জানিয়েছেন, যেসব প্রদেশে এখন উষ্ণ আবহাওয়া বিরাজ করছে সেখানকার বিশ্ববিদ্যালয় খুলবে। আর শীত অঞ্চলের স্কুলগুলো খুলবে আগামী ২৬ ফেব্রুয়ারি।

পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিলেও নারী শিক্ষার্থীরা ফিরতে পারবেন কিনা বিষয়টি অস্পষ্টই রেখে দিয়েছেন শিক্ষামন্ত্রী হাক্কানি।

তালেবান গোষ্ঠী গত আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়ে নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়। ফলে লাখ লাখ আফগান শিক্ষার্থীর ঝড়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করে আসছে জাতিসংঘ। মেয়েদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার সুযোগ করে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের অনেক দেশ।

আন্তর্জাতিক চাপে থাকা তালেবান সরকার এর আগে একাধিকবার ঘোষণা দেয় আফগান নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরানোর।  তারা দ্রুত মেয়েদের স্কুলে ফেরাতে কাজ করে যাচ্ছে বলেও জানায়।

সূত্র: দ্য হিল, টিআরটি।