আসিয়ানের বৈঠকে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমার জান্তা

এই মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে আমন্ত্রণ পাচ্ছে না মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার। দেশটির সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বদলে একজন অরাজনৈতিক প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। বৃহস্পতিবার আসিয়ানের বর্তমান চেয়ার কম্বোডিয়া এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এর আগে গত বছরের শেষের দিকে একটি শান্তি পরিকল্পনার ব্যাপারে আসিয়ানকে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান জানাতে ব্যর্থতার জন্য জোটের বৈঠকে মিয়ানমারের জান্তা সরকারের উপস্থিতির জোরালো বিরোধিতা করে কম্বোডিয়া।

পরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন বর্মি জান্তার সঙ্গে ফের যুক্ত হওয়ার চেষ্টা করেন। ইঙ্গিত দেন, জোটের পরবর্তী বৈঠকে সবকটি সদস্য দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর পক্ষপাতী তার দেশ।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চুম সৌনরি জানান, শান্তি পরিকল্পনার বিষয়ে অগ্রগতি না হওয়ায় জোটের অন্য সদস্য দেশগুলো বার্মিজ পররাষ্ট্রমন্ত্রী উনা মং লুইনকে আমন্ত্রণ জানানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে আমরা দেশটির আসন খালি না রেখে অরাজনৈতিক প্রতিনিধিত্বকে উৎসাহিত করি।

বিষয়টি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চেয়ে রয়টার্সের তরফে মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রকে ফোন করা হয়। তবে ওই ফোন রিসিভ করা হয়নি।

আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চি-র নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। ব্যাপক বিক্ষোভের পাশাপাশি জান্তাবিরোধী গ্রুপগুলো নিয়মিতভাবে সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ধরপাকড়ের শিকার হয়েছে সাড়ে ১১ হাজারেরও বেশি মানুষ।