সু চি’র বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে আরও একটি অভিযোগ এনেছে জান্তা সরকার। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সী এই নেত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি সামরিক বাহিনীর মুখপাত্র। মিয়ানমার সামরিক বাহিনীর  বিবৃতিতে বলা হয়েছে, সু চি তার মায়ের নামে একটি দাতব্য ফাউন্ডেশনের জন্য অনুদান হিসাবে পাঁচ লাখ ৫০ হাজার মার্কিন ডলার গ্রহণ করেছেন। ফলে পুলিশ দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। এই মামলার বিচারকাজ কবে শুরু হতে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

সু চি'র বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন। সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানিসহ কোভিড ১৯ সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের দায়ে গত ৬ ডিসেম্বর তাকে ৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। যদিও দুই বছরের সাজা মওকুফ করেন জান্তা প্রধান মিং অং হ্লাইং।

অন্যদিকে গত ১০ জানুয়ারি অন্য দুই মামলায় চার বছরের সাজা ঘোষণা করেন আদালত। নোবেল বিজয়ী সু চি'র বিরুদ্ধে বিচারাধীন মামলার সবগুলোর রায় বিরুদ্ধে গেলে কমপক্ষে ১৫০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা।