অসুস্থ হয়ে পড়েছেন সু চি, পেছানো হলো শুনানি

অসুস্থ হয়ে পড়ায় আদালতের শুনানিতে উপস্থিত হতে পারেননি মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, গুরুতর অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে পারেনি তিনি।

৭৬ বছর বয়সী সু চি’র মাথা ঘোরা, বমিসহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানা গেছে। ফলে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টস লঙ্ঘনের অভিযোগে চলা শুনানি বৃহস্পতিবারের জন্য মুলতবি ঘোষণা করেন বিচারক। এই মামলার রায়ে দোষী সাব্যস্ত হলে ১৪ বছরের সাজা হতে পারে তার। এদিন বিচারক জানান, অসুস্থতার জন্য শুনানিতে হাজির হতে পারেননি তিনি। আদালত পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি ধার্য করেছেন। 

সু চি’র বিরুদ্ধে ১৭ মামলার বিচারকাজ চলছে সামরিক আদালতে। এরমধ্যে ১০টি দুর্নীতি বিরোধী। সবগুলোর রায় সু চি’র বিরুদ্ধে গেলে কমপক্ষে ১৬৪ বছরের সাজা হতে পারে।

সূত্র: দ্য ইরাবতী