মালয়েশীয় উপকূলে নৌকাডুবিতে ১৩ ইন্দোনেশীয় অভিবাসীর মৃত্যু

মালয়েশিয়া উপকূলে প্রবল ঢেউয়ে নৌকাডুবির ঘটনায় ১৩ ইন্দোনেশীয় অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নয়জন নারী ও চারজন পুরুষ। মঙ্গলবার সকালে এদের লাশ ঢেউয়ের তোড়ে ওই এলাকার তীরে ভেসে আসে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে, নিহতরা ইন্দোনেশিয়ার নাগরিক এবং মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করতে। নৌকাটি এসব ইন্দোনেশীয় নাগরিককে নিজ দেশে নিয়ে যাওয়ার পথে মালয়েশিয়ার জোহর প্রদেশের অদূরে ডুবে যায়।

মালয়েশিয়ার কোটা টিংগি শহরের পুলিশ সুপার রাহমাত ওসমানের বরাত দিয়ে বারনামা জানায়, ধারণা করা হচ্ছে নৌকাতে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় কেউ বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধারে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, নিহতদের কাছে ইন্দোনেশিয়ার আইডি কার্ড পাওয়া গেছে।

মালয়েশিয়ার বিভিন্ন কারখানা ও খামারে কয়েক হাজার অবৈধ ইন্দোনেশীয় নাগরিক কাজ করেন। প্রায়ই তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে মালয়েশিয়া থেকে দেশে ফেরার চেষ্টা করেন। সূত্র: বিবিসি।

/এএ/