নিউ জিল্যান্ডে মিললো বিরল ভৌতিক হাঙ্গরের ছানা

বিরল ভৌতিক হাঙ্গরের একটি ছানা খুঁজে পেয়েছেন নিউ জিল্যান্ডের বিজ্ঞানীরা। গভীর সমুদ্রের ছায়াময় স্থানে বসবাস করা এই মাছের প্রজাতিটি সম্পর্কে খুব কম জানা যায়।

চিমারা নামেও পরিচিত ভৌতিক হাঙ্গর। এমনিতেই এটি কম দেখা যায়। আর এর ছানার দেখা পাওয়া আরও বিরল ঘটনা। নতুন জন্ম নেওয়া শাবকটি সাউথ আইল্যান্ডের কাছে সমুদ্রের প্রায় ১.২ কিলোমিটার গভীর থেকে সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কারের মাধ্যমে প্রজাতির অল্প বয়সের পর্যায় সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ করে দেবে। গবেষক দলের নেতা ড. ব্রিট ফিনুচ্চি জানান, সমুদ্রের তলদেশের প্রাণী জগত নিয়ে গবেষণা চালাতে গিয়ে দুর্ঘটনাবশত ভৌতিক হাঙ্গরের ছানাটি পাওয়া যায়। তিনি বলেন, ‘গভীর সমুদ্রের প্রজাতি সাধারণত খুঁজে পাওয়া কঠিন, বিশেষ করে ভৌতিক হাঙ্গর, এগুলো রহস্যময় নিরব থাকতে অভ্যস্ত।’

নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফেরিক রিসার্চের বিজ্ঞানীদের বিশ্বাস ওই হাঙ্গর ছানাটি সম্প্রতি ফুটে বেরিয়েছে। এটির পেটে তখনও ডিমের কুসুম ভর্তি ছিল। ভৌতিক হাঙ্গর সাধারণত সমুদ্রের তলদেশে ডিম পাড়ে। ভ্রুণ ফুটে বেরিয়ে আসার আগ পর্যন্ত এগুলো ডিমের কুসুম খেয়ে থাকে।

ড. ফিনুচ্চি জানান, অল্প বয়সী ভৌতিক হাঙ্গরগুলোতে প্রাপ্তবয়স্কদের তুলনায় আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। তিনি বলেন, ‘অল্প বয়সীরা ভিন্ন পরিবেশে বাঁচতে পারে... তারা ভিন্ন খাবার খেতে পারে এমনকি প্রাপ্তবয়স্কদের থেকে তাদের দেখতেও আলাদা।’

সূত্র: বিবিসি