বিক্ষোভ দমনে রুশ ও চীনা অস্ত্র ব্যবহার করছে মিয়ানমার: জাতিসংঘ বিশেষজ্ঞ

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ বলেছেন, রাশিয়া ও চীনের দেওয়া নতুন যুদ্ধবিমান বেসামরিকদের বিরুদ্ধে ব্যবহার করছে সামরিক সরকার। মঙ্গলবার এক প্রতিবেদনে এই বিশেষজ্ঞ বলেছেন, চীন ও রাশিয়া ছাড়াও সার্বিয়া জান্তাকে অস্ত্র সরবরাহ করছে। তিনি নৃশংসতায় ব্যবহৃত অস্ত্রের যোগান বন্ধের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান টমাস অ্যান্ড্রিউ এই স্বতন্ত্র পদে দায়িত্ব পালন করছেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, বেসামরিকদের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হবে বলে জানত রাশিয়া, চীন ও সার্বিয়া।

এক বিবৃতিতে তিনি বলেছেন, বেসামরিক হত্যায় ব্যবহৃত অস্ত্রের সবরাহ চলমান থাকা উচিত নয়।

গত বছর ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারজুড়ে বিক্ষোভ ও বিশৃঙ্খলা শুরু হয়। বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী মারনাস্ত্র ব্যবহার করে।

অ্যাক্টিভিস্টদের মতে, অন্তত দেড় হাজার বেসামরিক নিহত হয়েছেন এবং সেনাবাহিনী ও সশস্ত্র বিরোধিতাকারীদের সংঘাতে তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জান্তা দাবি করেছে, তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে এবং জাতিসংঘের নিন্দা ও সমালোচনাকে হস্তক্ষেপ বলে বিরোধিতা করে আসছে।

এই বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনী এবং চীন, রাশিয়া ও সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানা যায়নি।

সূত্র: রয়টার্স