একাধিক রকেট লঞ্চার নিক্ষেপ করেছে পিয়ংইয়ং: দাবি সিউলের

উত্তর কোরিয়ার বিরুদ্ধে স্বল্প পাল্লার একাধিক রকেট লঞ্চার নিক্ষেপের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরীয় বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে এসব রকেট লঞ্চার নিক্ষেপ করা হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

স্থানীয় সময় রবিবার সকালে এসব রকেট নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। তবে ঠিক কোন অবস্থান লক্ষ্য করে এগুলো নিক্ষেপ করা হয়েছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সকাল ৭টা ২০ মিনিটের দিকে দক্ষিণ পিয়ংগান প্রদেশের একটি অজ্ঞাত স্থান থেকে তার পশ্চিম উপকূলের দিকে প্রায় এক ঘণ্টা ধরে এসব রকেট লঞ্চার নিক্ষেপ করা হয়।

বিষয়টি নিয়ে জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদ।