দ. কোরিয়ায় মধ্য-আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৩

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ মহড়ার সময় দুই প্লেনের মধ্যে আকাশেই সংঘর্ষ হয়েছে। এতে তিন পাইলট নিহত এবং আর চতুর্থ পাইলট নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিরল এই ঘটনার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় দুপুর একটা ৩৭ মিনিটে দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর সাচিয়ানের বিমানঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে প্লেন দুইটির সংঘর্ষ হয়।

বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জরুরি নির্গমনের চেষ্টা সত্ত্বেও তিন পাইলট নিহত এবং বাকি একজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত প্লেন দুইটি কেটি-১। এক ইঞ্জিনের এই প্লেন মৌলিক প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হয়। স্থানীয় একটি কোম্পানির সঙ্গে কোরিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান ডিফেন্স ডেভেলপমেন্ট যৌথভাবে এই প্লেনের নির্মাতা।

সূত্র: রয়টার্স